Black Fever

ডেঙ্গু আতঙ্কের মধ্যেই রাজ্যে কালাজ্বরে মৃত ১

জেলা

Black Fever

বুধবার কালাজ্বরে আক্রান্ত হয়ে হাওড়া বালির এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম অবধেষ  পাশোয়ান (৪৭)। এদিন দুপুরে কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে তাঁর মৃত্যু হয়।  আদতে বিহারের বাসিন্দা হলেও শেষ কয়েক মাস ধরে তিনি বালি কান্তি গোস্বামী লেনে শ্বশুর বাড়িতে থাকছিলেন। বাড়িতে অসুস্থ হয়ে প্রথমে হাওড়া হাসপাতালে ভর্তি হন। পরে রক্তের নমুনা পরীক্ষা করে দেখা যায়, ওই ব্যক্তি কালাজ্বরে আক্রান্ত। তাঁকে স্কুল অব ট্র পিক্যাল মেডিসিনে ভর্তি ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে ছোট বেলায় কালাজ্বরে একবার আক্রান্ত হয়েছিলেন অবধেষ। সেই সমব চিকিৎসা চলছিল তাঁর। চলতি বছরে রাজ্যে এই প্রথম কালাজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলে জানা গেছে।
 

Comments :0

Login to leave a comment