এরিক টেন হ্যাগের পদত্যাগের পর ম্যান ইউয়ের কোচ হলেন রুবেন আমোরিম | কোচ হিসেবে নাম ভেসেছিল প্রাক্তন রিযাল মাদ্রিদ তারকা ফুটবলার ও ম্যানেজার জিদানেরও । কিন্তু একপ্রকার কিছুটা ঝুঁকি নিয়েই পর্তুগিজ কোচ রুবেন আমোরিমকে বসানো হল কোচের হটসিটে । বর্তমানে পর্তুগিজ দল স্পোর্টিং লিসবনের দায়িত্বে রয়েছেন রুবেন । গত ম্যাচে ঘরোয়া লিগে আমাদোরার বিরুদ্ধে স্পোর্টিংয়ের কোচ হয়ে নিজের শেষ ম্যাচ খেলিয়ে ফেলেছেন রুবেন । ঐদিন গত স্টেডিয়াম তাকে দাঁড়য়ে অভ্যর্থনা জানিয়েছিল । পরের মরশুমে দল ছাড়বেন ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওয়ালাও । তাদেরও নজরে ছিল রুবেন । কিন্তু রেড ডেভিলসদেরই দায়িত্ব নিলেন রুবেন । ২০১৯ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত । আপাতত এই ৫ বছরের কোচিং ক্যারিয়ারেই পেয়েছেন বেশ কয়েকটি সাফল্যের ছোঁয়া । ২০১৯ সালে ব্রাগার দায়িত্ব নেওয়ার পরে জিতেছিলেন টাকা দ্যা লিগার ট্রফি । ২০২০ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত এই চার বছরে স্পোর্টিং সিপিকে দিয়েছেন মোট ৪ টি ট্রফি । ২০২০ -২০২১ ও ২০২৩ - ২০২৪ মরশুমে জিতেছেন পর্তুগিজ প্রিমিয়েরা লিগের খেতাব । ২০২০ -২১ ও ২০২১ -২২ এ জিতেছেন টাকা দ্যা লিগার ট্রফি এবং ২০২২ -২৩ এ হয়েছিলেন রানার্স আপ । ২০২১ এ জিতেছিলেন সুপার টাকা দ্যা অলিভিয়েরা ট্রফি । এছাড়াও মোট ৯ বার হয়েছেন প্রিমিয়েরা লীগের ম্যানেজার অফ দ্যা মান্থ । ২০২১ ও ২০২৪ এ প্রিমিয়েরা লীগের ম্যানেজার অফ দ্যা সিজন হয়েছেন । বল পজিশন রেখে মূলত আক্রমণ নির্ভর খেলাই খেলান রুবেন । তার খেলায় মাঝমাঠ একটি বিরাট বড় ভূমিকা পালন করে । এক্ষেত্রে কবি মাইনো মাঝমাঠে আরো অনেক বেশি স্বাধীনতা পাবেন । রুবেনের আসায় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে ভালোভাবে কাজে লাগাতে চাইবে ম্যান ইউ ম্যানেজমেন্ট । আগামী ২৪ নভেম্বরে ইপসউইচের বিরুদ্ধে আওয়ে ম্যাচেই প্রথম পরীক্ষা রুবেনের ।
Comments :0