অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় ধৃত একজনের মৃত্যু হয়েছে মুম্বাইয়ের জেলে। পুলিশের সূত্র থেকে এই ঘটনাকে আত্মহত্যা বলা হয়েছে। জানানো হয়েছে, শৌচাগারে গিয়ে আত্মঘাতী হয় ওই বন্দি।
২৬ এপ্রিল পাঞ্জাব থেকে এই বন্দিকে গ্রেপ্তার করা হয়েছিল। দশজন বন্দির সঙ্গে একই লক আপে রাখা হয়েছিল তাকে। চার-পাঁচ জন পুলিশ পাহারায় ছিল।
১৪ এপ্রিল সলমনের বাড়ির সামনে গুলি চলে। প্রাথমিক তদন্ত অনুযায়ী মৃত অনুজ তপন এবং সোনু সুভাষ চান্দের অস্ত্র জুগিয়েছিল। মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলা হলেও সন্দেহ দেখা দিয়েছে। বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা সংবাদমাধ্যমেই জানিয়েছেন, আত্মহত্যায় কাজে লাগতে পারে এমন কোনও সরঞ্জাম কোনও বন্দির কাছে থাকতে দেওয়া হয় না।
গুলি চালানোর জন্য পুলিশ হেপাজতে রয়েছে ভিকি গুপ্তা এবং সাগর পাল। এই চারজনই জেলবন্দি মাফিয়া লরেন্স বিষ্ণোইর সাগরেদ।
Salman Firing Death
সলমনের বাড়িতে গুলিকাণ্ডে ধৃতের মৃত্যু পুলিশ হেপাজতে
×
Comments :0