তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিআর আম্বেদকরের ১৩২ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার হায়দ্রাবাদে আম্বেদকরের ১২৫ ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করবেন। হায়দ্রাবাদের মূর্তিটি ভারতের সব থেকে উঁচু আম্বেদকরের মূর্তি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ১১৯ টি বিধানসভা এলাকার ৩৫ হাজার জনেরও বেশি লোক যাতে এতে উপস্থিত থাকবে বলে প্রশাসন সূত্রে খবর। সাধারণ মানুষ যাতে অনুষ্ঠানে আসতে পারে তার জন্য বিশেষ বাসের ব্যাবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
মূর্তিটি হায়দ্রাবাদের হুসেন সাগর হ্রদের তীরে রাজ্য সচিবালয়ের পাশে স্থাপন করা হয়েছে
আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর অনুষ্ঠানে একমাত্র প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
Ambedkar statue
১২৫ ফুটের আম্বেদকরের মূর্তি উদ্বোধন হবে তেলেঙ্গানায়
×
Comments :0