মজুত বোমা ফেটে প্রাণ হারালো পনের বছরের কিশোর। বনগাঁর বক্সী পল্লী এলাকায় সোমবার ফাটে বোমা। সোমবার সকাল আটটা নাগাদ বনগাঁ পৌরসভার ২২ নং ওয়ার্ডের অন্তর্গত বক্সী পল্লীর হরি মন্দিরের কাছে একটি পরিত্যক্ত শৌচাগারে প্রাতঃকৃত্যে যায় ওই কিশোর। শৌচাগারে মজুত বোমা ফেটে যায়। পনেরো বছর বয়সী রাজু রায়ের মর্মান্তিক মৃত্যু হয়।
খবর পাওয়ার সাথে সাথে সিপিআই(এম) বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক কমঃ সুমিত কর ও সংশ্লিষ্ট শাখার পার্টি কর্মারা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়রা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
রাজ্যজুড়ে বোমা ফাটছে বিভিন্ন জায়গায়। বাজি কারখানার আড়ালে চলছে বোমা তৈরি। মজুত বোমা বিস্ফোরণ প্রাণ কাড়ছে একের পর এক শিশু কিশোরের।
Comments :0