এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে বৃন্দা কারাত চাঁচাছোলা ভাষায় দলীয় অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, ‘‘তৃণমূলের শাসনে বাংলায় ধর্মনিরপেক্ষতা এবং সংবিধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃণমূল পশ্চিম বাংলায় একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে। পঞ্চায়েত নির্বাচনে লাগামছাড়া সন্ত্রাস হয়েছে। তারফলেই ৭জন সিপিআই(এম) কর্মী খুন হয়েছেন নির্বাচন চলাকালীন। এটাই বাংলার বাস্তবতা। গণতন্ত্রের উপর আক্রমণ চালিয়ে গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে সামিল হওয়ার চেষ্টা করছে তৃণমূল। এই কারণেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা তলানিতে। ’’
তিনি আরও যোগ করেছেন, ‘‘বাংলার লড়াইয়ের অভিমুখ কী হবে, তা ঠিক হবে বাংলার বাস্তবতাকে মাথায় রেখেই। বাংলার পার্টি, বাংলার নেতাকর্মীরা ঠিক করবেন লড়াইয়ের দিশা কী হবে।’’
Comments :0