Cardio Vascular failure discussion in parliament

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু নিয়ে আলোচনা সংসদে

জাতীয়

কোভিডের পর কি কারণে অল্প বয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবনতা বেড়ে গেছে। বাদল অধিবেশনে সংসদে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি বলেন কি কারণে যুবক-যুবতীদের মধ্যে হৃরোগে আক্রান্ত হওয়ার প্রবনতা বাড়ছএ তা নিয়ে এখনও সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি। যদিও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এই নিয়ে তিনটি আলাদা আলাদা গবেষনা চলছে। তবে এখন পর্যন্ত সঠিক কোনও উত্তর পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।


মনসুখ মান্ডব্য আরও বলেন দেশের প্রায় ৪০টি হাসপাতালে মাল্টি-সেন্ট্রিক ম্যাচড কেস কন্ট্রোল স্টাডি চলছে। ঠিক কি কারণে ১৮ থেকে ৪৫ বছরের যুবাদের মধ্যে হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হওয়ার প্রবনতা দেখা দিয়েছে তা নিয়ে গবেষনা চলছে। একই ভাবে কোভিড ১৯’র টিকা নেওয়ার পর থ্রম্বটিকের ওপর কিরকম প্রভাব পড়বে তাও এখনও গবেষণাধীন।
কার্ডিও ভাসকুলার সমস্যা সাস্থ্য ও পরিবার মন্ত্রকের একটি অন্যতম গুরুত্বপূর্ন বিভাগ। সেখানে দাড়িয়ে দেশের যুবদের স্বাস্থ্য সম্পর্কে সরকার কতটা সচেতন তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলে সংসদে। কোভিডের টিকা বা অন্য কোনো সমস্যা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে যুক্ত কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।

Comments :0

Login to leave a comment