সুপার কাপ জয়, ডার্বি ম্যাচে মোহনবাগানকে হারানো, টানা ১১ ম্যাচ অপরাজিত থাকা- মনে হয়েছিল ফের চেনা ছন্দে ফিরতে চলেছে ইস্টবেঙ্গল। কিন্তু সমর্থকদের সেই প্রত্যাশায় জল ঢেলে টানা ২ম্যাচ হারাল কার্লেস কুয়াদ্রাতের টিম ইস্টবেঙ্গল।
মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসি’র মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচ ১-০ গোলে হারলেন নওরেম মহেশ সিং’রা।
এদিন গোটা ম্যাচ প্রাধান্য নিয়ে খেলে মুম্বই। বল দখলের হারে লাল হলুদের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন মুম্বইয়ের ফুটবলাররা। ম্যাচের একমাত্র গোলটি ২৪ মিনিটের মাথায় ইকের গুয়ারোটক্সেনা করেন।
এর আগের ম্যাচে গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল লাল হলুদ। সেই ম্যাচ ৩-২ গোলে হারেন ক্লেইটন সিলভারা।
যদিও ইস্টবেঙ্গল দলের ফর্ম পড়ে যাওয়ার জন্য দলের মাঝমাঠের খেলোয়াড় সল ক্রেসপো’র চোটকে দায়ী করা হচ্ছে। দলের নির্ভরযোগ্য এই মিডফিল্ডার দ্রুত সুস্থ হয়ে উঠতে স্পেনে উড়ে গিয়েছেন। গোটা মরশুমে দলকে দুরন্ত সার্ভিস দেওয়া বোরহা হেরেরাও লোনে গোয়া শিবিরে যোগ দিয়েছেন। মুম্বই ম্যাচে কার্ড সমস্যায় খেলেননি দলের গোল মেশিন ক্লেইটন সিলভাও। সব মিলিয়ে হঠাৎ করেই যেন ছন্দপতন ঘটল ইস্টবেঙ্গলের।
Comments :0