elephant attack

হাতির হামলায় বাড়ি ভাঙল ঝাড়গ্রামে

জেলা

ঝাড়গ্রামের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের শিমূলডাঙা, ঠাকুর থান, ললিতাশোল এলাকায় হাতির তান্ডবে ভাঙল একাধিক বাড়ি। গৃহীন অবস্থায় অসহায় পড়েছেন অন্তত ১৮জন মানুষ। জানা গেছে গতকাল মধ্য রাতে জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পরে হাতির একটি দল। অভিযোগ, বনদপ্তরকে জানিয়েও তাদের টিকির দেখা মেলেনি। ফলে বাধ্য হয়ে নিজেরাই মশাল ইত্যাদি জ্বালিয়ে হাতি তাড়াতে গিয়ে উল্টো বিপত্তি তৈরি হয়।  

আরও রেগে গিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে হাতির পাল। কোনোরকমে প্রাণ রক্ষা করতে পেরেছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকাল থেকে সহায় সম্বলহীন মানুষ বিডিও অফিসে ছুটলেও কোনো সুরাহা হয়নি। আপাতত তাদের ত্রিপল, সামান্য কিছু জামা দিয়ে পরে দেখা করতে বলা হয়েছে।  ক্ষতিগ্রস্থদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঘর তো ভেঙেইছে, তার সাথে আসবাব, বাসনপত্র যেটুকু ছিল সব ভেঙে দিয়েছে। মাথার ওপর ছাত নেই। ঘরে আনাজ নেই। কোনোরকমে চেয়ে চিন্তে দু’মুঠো খাবার জোগাড় করে ফুটিয়ে খেয়ে দিন গুজরান করছেন তারা।

Comments :0

Login to leave a comment