ECONOMIC GROWTH

জুলাই-সেপ্টেম্বরে অর্থনৈতিক বৃদ্ধির হার নামল ভারতে

জাতীয়

জুলাই থেকে সেপ্টেম্বরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার নেমে হয়েছে ৫.৪ শতাংশ। গত প্রায় দু’বছরে কোনও তিন মাসে বৃদ্ধির হার এত কমেনি ভারতের।
আগের অর্থবর্ষে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ৮.১ শতাংশ। 
সরকারি সূত্র যদিও চীনের বৃদ্ধির হার দেখিয়ে বলেছে যে ভারত এখনও বিশ্বে গুরুত্বপূর্ণ বিভিন্ন অর্থনীতির মধ্যে সর্বোচ্চ বৃদ্ধির হার রেখেছে। চীনে জুলাই-সেপ্টেম্বরে বৃদ্ধির হার ছিল ৪.৬ শতাংশ। 
তবে এই অংশগুলি যা বলছে না তা হলো ভারতের তুলনায় মোট জাতীয় উৎপাদনের আয়তন চীনের অনেক বেশি। টাকার চলতি মূল্যে চীনের মোট অর্থনৈতিক উৎপাদনের আয়তন ভারতের প্রায় পাঁচ গুণ।
জাতীয় পরিসংখ্যান দপ্তর বা এনএসও’র শুক্রবার জানিয়েছে, মোট মূল্য সংযুক্তি বা ‘গ্রস ভ্যালু অ্যাডেড’ হিসেবের ভিত্তিতে চলতি অর্থবর্ষের এই দ্বিতীয় ত্রৈমাসিকে কৃষিতে বৃদ্ধি ৩.৫ শতাংশ। কৃষিতে গত অর্থবর্ষের তুলনায় একই মেয়াদে বৃদ্ধির হার বেড়েছে। গত অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ১.৭ শতাংশ। তবে কারখানা উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির হার গত অর্থবর্ষে ছিল ১৪.৩ শতাংশ, তা এবার কমে হয়েছে ২.২ শতাংশ। 
কারখানা উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির হার কমলে কর্মহীনতা বেড়ে যাওয়ার আশঙ্কাও বেড়ে যায়। 
চলতি ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম তিন মাস, এপ্রিল-জুন পর্বে বৃদ্ধির হার ছিল ৬ শতাংশ। আগের অর্থবর্ষে এই সময়েই বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ।

Comments :0

Login to leave a comment