ওয়াটগঞ্জ এলাকায় একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হলে এক ব্যাক্তির মৃতদেহ। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বছর ৫০ এর ব্যাক্তিকে ওরফ্যানগঞ্জ রোডের একটি জায়গায় গাড়ির ভিতর অচেতন অবস্থায় বসে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। ওবাটগঞ্জ থানার পুলিশ কবর পেয়ে গাড়ির দরজা খুলে ওই ব্যাক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে এলে মৃত বলে জানান চিকিৎসকরা। তার কাছ থেকে পাওয়া নথি যাচাই করে তারা জানতে পারে যে তার নাম বনোমালি জানা, ওড়িশার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর যেই গাড়ির ভিতর এই ঘটনা ঘটেছে সেই গাড়ির চালক ছিলেন ওই ব্যাক্তি। গাড়ির মালিক কিশোর শৈন পুলিশকে জানিয়েছেন যে তিনি বহুদিন ধরে সুগারের সমস্যায় ভুগছিলেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশের অনুমান সুগার ফল করে এই ব্যাক্তির মৃত্যু হয়েছে।
দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
Comments :0