রবিবার আইএসএলে নর্থইস্ট - র মুখোমুখি হবে মোহনবাগান। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭ :৩০ টায়।
সেপ্টেম্বরে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানকে হারিয়ে কলকাতা থেকে ট্রফি ড্যাং ড্যাং করে নিজেদের ঘরে নিয়ে গিয়েছিল জুয়ান পেড্রো । সেই ক্ষত অবশ্য জুড়িয়েছে কলকাতায় আইএসএলের ম্যাচে। ৩ -২ গোলে সেবার জিতেছিল মোহনবাগান । তবে এখন চিত্র একদমই আলাদা। পর পর বেশ কয়েকটি ম্যাচ জিতে বেশ চনমনে ছিল নর্থইস্ট। জিতিন-আলাদিনরা ফুল ফোটাচ্ছিলেন মাঠে। কিন্তু আগের ম্যাচে কলকাতায় ইস্টবেঙ্গলের কাছে হেরে হঠাৎই ছন্দপতন হয়ে গেছে দলের। তাই রবিবারের ম্যাচটিকেই বেছেছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে।
আরেকদিকে আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগান। গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রায় ৮৪ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর নামেন গ্রেগ স্টুয়ার্ট। নেমেই দুটো শট পোস্টে মারেন, করেন একটি ‘অ্যাসিস্ট’। বক্সের মধ্যে চকিতে টার্ন করে একদম যথাযথ স্ট্রাইকারের মতোই ফিনিশ করেছিলেন জ্যাসন কামিংস। সেই মাত্র ৭ মিনিট মাঠে খেলেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট। বোঝা যায় সবুজ মেরুন দলের গভীরতা।
তবে এই ম্যাচে নামার আগে চিন্তা রয়েছে মলিনার কপালে। কার্ড সমস্যায় এই ম্যাচে থাকছেন না শুভাশিস ও আলবার্তো। দীপক টাঙরির মতো খেলোয়াড় থাকলেও মলিনা মাঝমাঠে আপুইয়া, থাপাকে একসাথে খেলাতে চাইবেন। তাই বেশ কয়েক ম্যাচ বেঙ্গালুরুতে লেফট ফুলব্যাক হিসেবে খেলা সেই আশিক কুরুনিয়ানকে রবিবার দেখা যেতেই পারে এই জায়গায়। জিতিনের গতিকে পরাস্ত করতে তাই এই ব্রহ্মাস্ত্ররই ব্যবহার করতে পারেন মলিনা। আলাদিন এই মুহূর্তে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা। তাই তাকে রোখার জন্য বিশেষ পরিকল্পনা রাখবেন মলিনা। রবিবার জিতলে এক ম্যাচ কম খেলে বেঙ্গালুরুর সাথে সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে চলে যাবে মোহনবাগান।
ISL: Guwahati vs North East
গুয়াহাটিতে আজ জিতলে শীর্ষে যাবে মোহনবাগান
×
Comments :0