Sikkim

প্রায় ৩০০ পর্যটককে উদ্ধার

জাতীয় রাজ্য

Sikkim ছবি-সিকিম বিআরও আটকে থাকা পর্যটকদের উদ্ধারের পর কৃতজ্ঞতা জানাচ্ছেন কর্মীদের।


আটকে পড়া প্রায় ৩০০ জন পর্যটককে শনিবার উদ্ধার করল সিকিমের বর্ডার রোড অর্গানাইজেশন। বাকিদের নিরাপদে ফেরানোর চেষ্টা চলছে। গত দুদিন ধরে প্রবল বর্ষনে সিকিমের একাধিক জায়গায় ধস সহ হরপা বানে অবরুদ্ধ হয়ে পড়ে সিকিমে একাধিক রাস্তা। শুধু উত্তর সিকিমেই আটকে পড়েন দেশ বিদেশের দুই হাজারেরও বেশি পর্যটক। উত্তর সিকিমের লাচেন, লাচুং ইয়াংথাম ভ্যালির সঙ্গে বাকি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ধস সরানোর কাজ। বৃষ্টির কারণে সেই কাজও ব্যাহত হচ্ছে বলে খবর। 

জলস্তর বেড়ে রীতিমতো ফুঁসছে তিস্তা, রঙ্গিত সহ একাধিক নদী। সিকিম প্রশাসন সুত্রে জানা গিয়েছে রাতভর উদ্ধার কাজ চলে। শনিবার বেলা ১২ টা পর্যন্ত প্রায় ৩০০ জন পর্যটককে উদ্ধার করে নিরাপদ দুরত্বে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারের জন্য একটি অস্থায়ী সেতু তৈরী করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। সিকিম প্রশাসন আশাবাদী খুব শীঘ্র সকলকে  নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে। এদিকে পর্যটকদের খাবার দেওয়া সহ উদ্ধার কাজে এগিয়ে এসেছে বিআরও'র পাশাপাশি, সিকিম পুলিশ সহ বিভিন্ন সংস্থা।



 

Comments :0

Login to leave a comment