Jalpaiguri Municipality

আবর্জনা নিষ্কাশনের গাড়ির জন্য তৈরি হচ্ছে জানজট, সমস্যায় পড়ছেন পরীক্ষার্থীরা

রাজ্য জেলা

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় সকাল সাড়ে দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত শহরের রাস্তা আটকে আবর্জনা পরিষ্কার করছে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির আবর্জনা নিষ্কাশনের গাড়ি। বেশ কিছুদিন ধরে শহরের দিনবাজার এলাকা সহ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড়ে এমনই চিত্র দেখা যাচ্ছে।

আবর্জনার নিষ্কাশনের গাড়ির পেছনে ভিড় করে  সার দিয়ে দাঁড়িয়ে থাকছে মাধ্যমিক পরীক্ষার্থীদের টোটো। পরীক্ষার্থীদের এই দুর্ভোগ দূর করতে জলপাইগুড়ি সদর কোতোয়ালি ওসি ট্রাফিক এর কাছে স্মারকলিপি প্রদান করল এসএফআই এবং ডিওয়াইএফআই। শনিবার সন্ধ্যায় সদর কোতোয়ালি থানার ওসি ট্রাফিক এর কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্র যুবদের পক্ষ থেকে অভিযোগ করা হয় শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বেপরোয়া ভাবে আবর্জনা নিষ্কাশনের গাড়ি রাস্তা আটকে আবর্জনা তুলতে দেখা যাচ্ছে, শুধু জলপাইগুড়ি মিউনিসিপালিটির আবর্জনা নিষ্কাশনের গাড়ি নয় বেশ কিছু বাণিজ্যিক গাড়িও ওই সময় শহরের দিনবাজার এলাকায় লোডিং আনলোডিং এর কাজে যুক্ত থেকে যানজটের সৃষ্টি করছে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সময় যানজটে আটকে পড়ছেন পরীক্ষার্থীরা। অবিলম্বে পরীক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের যাওয়ার সময় রাস্তা যানজট মুক্ত করার দাবি জানান ছাত্র যুব নেতৃবৃন্দ।  সদর কোতোয়ালি থানার ওসি ট্রাফিক বাপ্পা সাহা জানান, মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় শহরকে যানজট মুক্ত রাখতে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব নেতা শুভায়ু পাল, দেবরাজ বর্মন, দেবব্রত ভৌমিক, ছাত্রনেতা অনুভব দে, পাপাই মহম্মদ সহ অন্যান্য ছাত্র যুব নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment