১১ ফেব্রুয়ারি জ্যোতি বসু নগরের রবীন্দ্র তীর্থে ডিজিটাল সামিটের আয়োজন করেছে সিপিআই(এম)। এই প্রসঙ্গে সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, বর্তমান সময়ে ‘কমিউনিকেশনের’ জন্য সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তি মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। বিজেপি তৃণমূলের টাকা প্রচুর। ইলেক্টোরাল বন্ডে ৫০০ কোটি টাকা পেয়েছে, তারমধ্যে থেকে ১০০ কোটি টাকা খরচ করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ওদের জন্য কিছুই নয়। ফলে ওরা টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়াকে ইচ্ছেমত ব্যবহার করে অসত্য প্রচার চালাতে পারে। সেটাকে প্রতিহত করে সত্যকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বামপন্থীরাও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
চক্রবর্তী আরও বলেন, আমাদের কাছে তৃণমূল কিংবা বিজেপির মতো টাকার জোর না থাকলেও মতাদর্শে বলিয়ান কর্মী বাহিনী রয়েছে। যাঁরা মানুষের জন্য দায়বদ্ধ। তাঁরা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট যোগ্যতা নিয়ে কাজ করেন। এই ভলান্টিয়ার্সরা যাঁরা আছেন তাঁরা কি করছেন, কিভাবে করছেন, কী করলে আরও ভালো হয়, এই সংক্রান্ত একটি পারস্পরিক বোঝাপড়ার আয়োজন করেছেন। এটাকে সামিট বলা হচ্ছে। নিজস্ব যোগ্যতায় আমাদের কর্মী বাহিনী মন লাগিয়ে বামপন্থার হয়ে, মানুষের হয়ে সততার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাবে। তারই বন্দোবস্ত করা হয়েছে এই সামিটের মাধ্যমে।
Comments :0