Indian cricket team

দল ঘোষণা ভারতীয় ক্রিকেট দলের

খেলা

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্ৰিকেট বোর্ড বা বিসিসিআই। রোহিত শর্মার অবসরের পর ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শুভমন গিল। ভাইস ক্যাপ্টেন বা সহঅধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ঋষভ পন্থ। মহম্মদ শামি ও শ্রেয়স আইয়ারের মতো দুই তারকা সুযোগ পাননি এই স্কোয়াডে। রোহিত ও বিরাটের অবসরের পর ভারতীয় ক্ৰিকেটে সূচনা হতে চলেছে নতুন এক যুগের। একনজরে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ - শুভমন গিল , ঋষভ , যশ্বশী , কেএল রাহুল , সাই সুদর্শন , অভিমূন্য , করুন নায়ার , নীতিশ রেড্ডি , জাদেজা , ধ্রুব জুরেল , ওয়াশিংটন সুন্দর , শার্দুল ঠাকুর , জাসপ্রিত বুমরাহ , সিরাজ , প্রসিদ্ধ কৃষ্ণ , আকাশদীপ , অর্শদীপ , কুলদীপ।   

Comments :0

Login to leave a comment