on this day 2007

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ মিলান জিতেছিল আজকের দিনে

খেলা

আজ ২৩মে। ২০০৭সালের আজকের দিনেই লিভারপুলকে হারিয়ে এসি মিলান নিজেদের সপ্তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল। ২০০৫সালের ফাইনালের বদলা নিয়েছিল মিলান। ২০০৫সালে এই লিভারপুলই ৩-০ থেকে দ্বিতীয়ার্ধে ৩-৩ করে টাই ব্রেকারে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ইস্তানবুলের মতো ভুল আন্সেলোত্তি এথেন্সে করেননি। মিলান জিতেছিল ২-১গোলে। ইনজাঘি করেছিলেন জোড়া গোল। লিভারপুলের গোলদাতা ছিলেন ডির্ক কুইট।আন্সেলোত্তির মিলান সেই সময় ছিল তারকাখচিত দল। পিরলো , রোনাল্ডিনহো , গাত্তুসো , সিডর্ফরা ছিলেন তখন মিলানের মাঝমাঠের প্রহরী। গোলে দিদা , রক্ষণে মালদিনি , কাফু, নেস্তারা ছিলেন। পিরলো দুর্দান্ত পাস্ থেকে ইনজাঘির দ্বিতীয় গোলটি ছিল নজরকারা। ইতালিয়ান ফুটবলে তৎকালীন বরাবরই একাধিপত্য কায়েম করেছিল এসি মিলান। কিন্তু বর্তমানে করুন অবস্থা তাদের। নিজেদের ক্লাবের ইতিহাসে সম্ভবত প্রথমবার কোনো ইউরোপিয়ান ফুটবলের দেখা যাবেনা তাদের। বর্তমানে নবম স্থানে থাকায় পরের মরশুমে তাদের দেখা যাবেনা কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায়। একসময়ে ইউরোপ এবং ইতালিয়ান ফুটবলের সাম্রাজ্যবেষ্টনকারি দল মিলানের এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারে কোনো সিস্টেম নির্ভর কোচ। বোলোগনাও মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইতালিয়ান কাপ। তাই এই খারাপ সময় দ্রুত কাটিয়ে উঠে শীর্ষস্থানীয় ফুটবলে মিলানের প্রত্যাবর্তনের গল্পটা হতে হবে রূপকথারই মতো। 

 

Comments :0

Login to leave a comment