আসন্ন মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে ক্রমশই সরগরম হচ্ছে ময়দান । গত বুধবার মোহনবাগান ক্লাবে নির্বাচন কমিটির বৈঠক থেকে উঠে এসেছে বেশ কিছু তথ্য। নির্বাচনের স্থান ও দিনক্ষণ জানা না গেলেও জানা গেছে যে আগামী সোমবার থেকে শুরু হবে মনোয়নপত্র জমা দেওয়া। সেখানেই চুড়ান্ত ভোটার তালিকাও পাঠানো হবে সকল সদস্যদের কাছে। আগামী শনিবার ফের একবার বৈঠকে বসবে নির্বাচন কমিটি। কমিটির প্রধান প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় একথা জানিয়েছেন সংবাদমাধ্যমে। সেই বৈঠকেই ঠিক হবে মোহনবাগান ক্লাবের নির্বাচনের স্থান ও দিনক্ষন।
সোমবার থেকে শুরু করে আগামী ২ তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। তারপরের দিন অর্থাৎ ৩ তারিখেও বিকেল ৪ টে পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সুযোগ থাকবে । তারপরই ঠিক হবে নির্বাচনের দিনক্ষন। দুই পক্ষই কোমড় বেঁধে নেমেছে প্রচার চালানোর কাজে। এই নির্বাচনের মাধ্যমেই ঠিক হবে মোহবাগানের পালতোলা নৌকার হাল থাকবে কার হাতে।
Comments :0