Bangladesh

ইউনুসের সমর্থনে মিছিল ঢাকায়

আন্তর্জাতিক

বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের হয়ে এবার ঢাকার পথে নামলেন তার অনুগামীরা। এদিন শাহবাগ থেকে ইউনুসের সমর্থনে মিছিলের ডাক দেওয়া হয়, মিছিলের ব্যানারে লেখা ‘মার্চ ফর ইউনুস’। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইউনুস। সেই খবর সামনে আসার পরপরই তার সমর্থনে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেন ইউনুস। কথা ছিল অন্তবর্তী সরকার কিছু সংস্কারের পর বাংলাদেশের সাধারণ নির্বাচন করবে। তৈরি হবে নতুন সরকার। কিন্তু প্রায় একবছর হতে চললেও এখনও পর্যন্ত নিজেদের কাজ করে উঠতে পারেনি ইউনুস সরকার। উল্টে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের। বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে নির্বাচনের দাবিতে সরব হতে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলও। সূত্রের খবর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য ইউনুসের ওপর চাপ তৈরি করেছে বাংলাদেশের বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।  

ইউনুসের সমর্থকদের দাবি তাকে পাঁচ বছর সুযোগ দেওয়া হোক। তারা স্লোগান তুলেছে আগে সংস্কার, পরে নির্বাচন। 

বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর চলতি বছর ডিসেম্বর থেকে পরের বছরের জুন মাসের মধ্যে নির্বাচন করতে আগ্রহী ইউনুস সরকার।  

Comments :0

Login to leave a comment