ভারতের জন্য এক গৌরবময় অধ্যায় লিখলেন রাহুল কেপি। কেরালা ব্লাস্টার্স ও ওড়িশা এফসিতে খেলা এই উইঙ্গারকে এইবার দলে নিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম। আসন্ন সেভেন সাইড প্রতিযোগিতায় খেলবেন রাহুল। প্রথম ভারতীয় হিসেবে রাহুল খেলবেন দ্যা সকার টুর্নামেন্টে। ২৫বছরের এই খেলোয়াড় বর্তমানে ওড়িশা এফসির জয়ে খেলেন। ভারতের জার্সি গায়েও ৭টি ম্যাচ খেলেছেন রাহুল। উত্তর ক্যারোলিনায় ক্যারিতে বসবে এই প্রতিযোগিতার আসর । মোট ৪৮টি অংশগ্রহণকারী দলগুলিকে ভাগ করে দেওয়া হবে ১২টি গ্ৰুপে। এই প্রতিযোগিতায় বোর্নমাউথ , ভিল্লারিয়াল , আতলেতিকো মাদ্রিদের মত দল অংশগ্রহণ করেছে।
rahul kp sign for west ham
ওয়েস্ট হ্যামে সই রাহুলের

×
Comments :0