ভার্জিনিয়ায় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ’র দপ্তরের সামনেও গুলি চলেছে। সিআইএ সরাসরি গুলির খবর স্বীকার না করলেও রক্ষীরা একজনকে ‘ধরেছে’ বলে জানিয়েছে।
ভার্জিনিয়ার ল্যাঙ্গলেতে সিআইএ দপ্তরের সামনে এই ঘটনার কিছু আগেই ওয়াশিংটনে গুলিতে নিহত হন ইজরায়েল দূতাবাসের দুই কর্মী।
সংবাদমাধ্যমে সিআইএ’র মুখপাত্র বলেছেন, সুরক্ষা সংক্রান্ত একটি ঘটনা হয়েছে ভার্জিনিয়ায় দপ্তরের সামনে। সুরক্ষা কর্মীরা একজনকে ধরেছে।
এক্স হ্যান্ডেলে সিআইএ’র পোস্টে বলা হয়েছে যে সদর দপ্তরের সামনের দরজা বন্ধ রয়েছে। কর্মীদের অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হবে।
আমেরিকার সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছে গুলিতে কারও মৃত্যু হয়নি।
CIA office firing
সিআইএ’র সদর দপ্তরের সামনে গুলির খবরে চাঞ্চল্য

×
Comments :0