Two Israeli citizens killed

ওয়াশিংটনে ইজরায়েল দুতাবাসের বাইরে খুন দুই

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে নিহত দুই ইজরায়েলী নাগরিক। বুধবার ওয়াশিংটনে একটি জুইশ মিউজিয়ামের বাইরে গুলি করে খুন করা হয় ইজরায়েল দুতাবাসের দুই কর্মীকে। মার্কিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একটি অনুষ্ঠান থেকে বেরনোর সময় দুজনকে প্রকাশ্যে গুলি করা হয়। চারজনের একটি দল এই ঘটনা ঘটায়। সূত্রের খয়র এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ইজরায়েল দুতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যেই দুজন কর্মী নিহত হয়েছেন তাদের কয়েকদিনের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে মার্কিন প্রশাসন। ইজরায়েলের কথায় নিজেদের দেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের যেই নাগরিকরা আছেন তাদের সুরক্ষার জন্য ইজরায়েল প্রশাসন দায়বদ্ধ।

Comments :0

Login to leave a comment