বিতর্ক যেন রায়গঞ্জ গভরমেন্ট মেডিক্যাল কলেজের পিছুই ছাড়ছে না। কয়েকদিন আগেই ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের প্রতিনিধিদল সরেজমিনে খতিয়ে দেখে গেছে এই মেডিকেল কলেজের পরিকাঠামগত বিভিন্ন দিক। তার কিছুদিন আগেই মেডিক্যালের পরিকাঠামোগত একাধিক গাফিলতির কারণে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে মেডিক্যাল কাউন্সিলের। আর এবার এই মেডিকেলেরই প্রিন্সিপালের বিরুদ্ধে অনৈতিকভাবে পদে থাকা এমনকি প্রিন্সিপালের কারণেই ডাক্তারি পড়ুয়াদের মেডিকেল শিক্ষা রসাতলে যেতে বসেছে বলে অভিযোগ তুললেন অপর এক অধ্যাপক। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে সরব রায়গঞ্জ মেডিকেল কলেজের এসিস্ট্যান্ট প্রফেসার বিদ্যুৎ ব্যানার্জী। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর স্নেহাংশু পানের বিরুদ্ধে এই অভিযোগ এনে তিনি বলেন, প্রিন্সিপালের কারণেই শুধু চিকিৎসা পরিষেবায় নয় ব্যাহত হচ্ছে মেডিকেল শিক্ষাও।
যদিও এ বিষয়ে মেডিকেলের প্রিন্সিপাল ডক্টর স্নেহংশু পানকে প্রশ্ন করা গেলে তিনি বলেন স্বাস্থ্য ভবনের নির্দেশেই তিনি এই পদে আছেন এবং এসব অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন। রায়গঞ্জ থেকে এইমসের ধাঁচে হাসপাতাল কল্যাণীতে সরিয়ে নেবার পরই দ্বিতীয় এইমসের ধাঁচে হাসপাতাল তৈরিতে সরব হয়েছে রায়গঞ্জের বাসিন্দারা। ভোট আসলেই এইমস এর ধাচে হাস পাতালের গল্প তৈরির জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ করলে কেন্দ্রীয় সরকারের এইমস তৈরিতে আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী এমনটাই দাবি বিজেপির। রায়গঞ্জের বিজেপি প্রাক্তন সাংসদ থেকে শুরু করে বর্তমান রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরিতে আবারও সরব হয়েছে। এই প্রক্রিয়া চলাকালীন আচমকা শনিবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক বিদ্যুৎ বিশ্বাস সাংবাদিক সন্মেলন করে জানিয়ে দেন জমির জন্য জটিলতা না বাড়িয়ে জলপাইগুড়ির কেন্দ্রীয় সরকারের রেলের জমিতে এইমসের ধাঁচে হাসপাতাল হতে পারে।
Raiganj Medical College
রায়গঞ্জ মেডিক্যালে দুর্নীতির বিরুদ্ধে সরব অধ্যাপক

×
Comments :0