Uganda School attack

উগান্ডার স্কুলে সন্ত্রাস হামলায় নিহত ৩৭

আন্তর্জাতিক

উগান্ডার একটি স্কুলে ভয়াবহ সন্ত্রাস হামলায় মৃত্যু কমপক্ষে ৩৭ জন পড়ুয়ার। উগ্রপন্থী সংগঠন এফডিএফ (অ্যালিড ডেমোক্র্যাটিক ফোর্স) এই আক্রমন করেছে বলে জানিয়েছে উগান্ডা সেনা ও পুলিশ। উগান্ডা সেনা আরও জানিয়েছে যে কঙ্গো সীমান্তের কাছে কাসেসা জেলার এমপন্ডেতে শুক্রবার রাতে এফডিএফ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালায় উগান্ডা সেনা। ওই এমপন্ডেতেই অবস্থিত এই আবাসিক স্কুলটি। সেখানেই শনিবার ভোরে পাল্টা আক্রমন চালায় এফডিএফ।

[ad}
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে যে স্কুলের ডরমিটরিতে প্রথমে আগুন লাগিয়ে দেয় উগ্রপন্থীরা। যেসব ছাত্ররা পালানোর চেষ্টা করে তাদের ছুড়ি ও কাটারি দিয়ে আক্রমণ করা হয়। আহত হয়েছেন আটজন কয়েকজন। তাদের চিকিৎসা চলছে বেওরা হাসপাতালে। ৬জনকে অপহরণ করা হয়েছে বলেও জানিয়েছে উগান্ডা পুলিশ। কাসেসের রেসিডেন্ট কমিশনার জো ওয়ালুসম্বি জানান মৃতদের মধ্যে ২৫ জন স্কুল পড়ুয়া বাকি ১২ জনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এর আগে ২০১০’এ উগান্ডার কামপালায় সন্ত্রাস হামলায় নিহত হয় কমপক্ষে ৭৬ জন

Comments :0

Login to leave a comment