Wall Collapsed

দেওয়াল চাপা পড়ে মৃত্যু শ্রমজীবী মহিলার, পা ভাঙলো গৃহবধূর

রাজ্য

Wall Collapsed

কাজ সেরে বাড়ি ফেরার পথে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় একজন শ্রমজীবী মহিলার।  মৃত কবিতা বাগের (৪৮) বাড়ি হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত গহমি গ্রামে। কবিতা বাগ বুধবার সন্ধ্যায় আলু বাছাইয়ের কাজ সেরে বাড়ি ফেরার পথে একটি মাটির দেওয়াল তার ওপর ভেঙ্গে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী কালনার বৈদ্যপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই রাত্রি আটটা নাগাদ তার মৃত্যু হয়। বৃহস্পতিবার কালনায় মৃতদেহের ময়নাতদন্ত হয়।


নিম্নচাপের জেরে টানা বৃষ্টি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টির জেরে ভাঙছে কাঁচাবাড়ি বাড়ি। টানা বৃষ্টিতে ধসে পড়ছে দেওয়াল। কেড়েছে প্রাণ। গত শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বাগদহে মারা যায় তিন শিশু। রবিবার মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে পুরুলিয়ার তিন বছরের শিশু নিত্যা সহিসের। রবিবার মৃত্যু হয়েছে বাঁকুড়ার ছাতনা ব্লকের পূরবী হাঁসদার। সেদিনই বীরভূমের লাভপুরে এভাবেই প্রাণ হারিয়েছেন তমালকৃষ্ণ মণ্ডল। বিষ্ণুপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের সত্যপীরতলার হাঁড়িপাড়ায় রান্না করার সময় মাটির দেওয়াল চাপা পড়ে পা ভাঙলো রিঙ্কু সাঁতরা নামে এক গৃহবধূর। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের শ্যামগঞ্জ গ্রামে ভেঙে পড়েছে নূর মহম্মদ আলীর মাটির ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচেন পুরো পরিবার। এদিন ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যুর পাওয়া গেল। নিম্নচাপের টানা বৃষ্টিতে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই তিনি জেলায় দেওয়াল চাপা পড়ে এখনো প্রর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Comments :0

Login to leave a comment