মধ্যপ্রদেশে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুটি দুর্ঘটনায় বৃহস্পতিবার কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দশজন শিশুও রয়েছে। দু’টো দুর্ঘটনাই গাড়ি জলে পড়ে। একটা দুর্ঘটনাটি মধ্য প্রদেশের উজ্জয়িনীর ইঞ্জোরিয়া এলাকায়। দুর্গা প্রতিমা-সহ মানুষ বোঝাই ট্র্যাক্টরটি রেলিং ভেঙে চম্বল নদীতে পড়ে যায়। প্রশাসন সূত্রে জানা গেছে দুর্ঘটনাটি ঘটেছে ১২ বছরের শিশুর ভুলে। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন ট্র্যাক্টরটি রাস্তার পাশে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে পড়েছিলেন বড়রা। প্রতিমা পাহারার দায়িত্ব ছিল শিশুদের উপর। তখনই তাদের মধ্যে ১২ বছরের এক শিশু ট্র্যাক্টর চালু করে দিলে রেলিং ভেঙে জলে পড়ে যায় ট্রাক্টরটি। ট্র্যাক্টর সহ ১২ জন শিশু জলে পড়ে যায়। স্থানীয়রা ১১ জনকে উদ্ধার করতে সক্ষম হন। একজন শিশু নিখোঁজ থাকে। পুলিশ এবং রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী নিখোঁজ শিশুর সন্ধানে অভিযানে নামে। একটি ক্রেনর সাহায্যে গাড়িটিকে জল থেকে তুলে আনে।
আরেকটি দুর্ঘটনা ঘটেছে খণ্ডয়া জেলার পানধানা তেহসিলে। সেখানেও দুর্গা প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় যাত্রী বোঝাই ট্র্যাক্টর। ট্রাকে ২০ থেকে ২৫ জন ছিলেন। এখনও পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার হয়েছে।
Madhya Pradesh
মধ্যপ্রদেশে বিসর্জনের পথে দুর্ঘটনা, ১০ শিশুসহ মৃত অন্তত ১৩

×
Comments :0