নেপালে ভয়াবহ পথ দুর্ঘটনা দুই ভারতীয় সহ অন্তত ১২ জনের মৃত্যু। ঘটনায় আহত হয়েছেন ২২ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুই জন ভারতীয়। একজন হলেন বিহারের যোগেন্দ্র রাম এবং উত্তরপ্রদেশের মুনে। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে মধ্য পশ্চিম নেপালের ডাঙ জেলার ভালুবাং এলাকায়।
ভালুবাং থানার এক পুলিশ আধিকারিক উজ্জ্বল বাহাদুর সিং বলেছেন, ‘‘বাঁকের নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুর কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙে রাপ্তি নদীতে পড়ে যায়। নদীর জলে ডুবে ১২ জন প্রাণ হারান। দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখনও পর্যন্ত আটজনের পরিচয় জানা গিয়েছে। রয়েছেন দুইজন ভারতীয়। বিহারের মালাহি থেকে আসা ৬৭ বছর বয়সী যোগেন্দ্র রাম এবং উত্তর প্রদেশে থেকে আসা ৩১ বছর বয়সী মুনে। গুরুতর আহত ২২ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে’’। দেহগুলি উদ্ধার করে লামাহি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।
দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় বলে নেপাল পুলিশ জানিয়েছে। বাসের চালক লাল বাহাদুর নেপালিকে আটক করে ঘটনার তদন্ত করছে পুলিশ।
Nepal Accident
নেপালে বাস নদীতে পড়ে দুই ভারতীয় সহ মৃত ১২
×
Comments :0