ASHA Health Workers Conference

আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলন

রাজ্য

ASHA Health Workers Conference ছবি প্রতীকী


শনিবার রঞ্জনা নেরুলা নগর (কোলকাতা) ও কমরেড টগর দে মঞ্চে (শ্রমিক ভবন) পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন উদ্বোধন করে সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা গ্রামীণ স্তর অবধি সঠিকভাবে পরিচালনা করতে আশা স্বাস্থ্যকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ নামমাত্র সাম্মানিক ভাতা দিয়ে তাদের প্রচুর কাজ করানো হয়। সরকারি কর্মী হিসেবে তাদের কোন স্বীকৃতি নেই। শ্রম কনভেনশনের ৪৫ এবং ৪৬ তম সুপারিশ মেনে আশা কর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। 
এই সম্মেলনে রিপোর্ট পেশ করেন রাজ্য সম্পাদিকা সাবিনা ইয়াসমিন। রাজ্যের প্রতিটি জেলা থেকেই আশা কর্মীরা এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি সুভাষ মুখার্জি, এভব্লিউএফএফআই -এর সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মধুমিতা ব্যানার্জি। সম্মেলন পরিচালনা করেন  রত্না দত্ত, অভিজিৎ কোনার, নেহার বেগম, মধুছন্দা ঘোষ,  মধুমিতা ব্যানার্জিকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী। সম্মেলন থেকে মোট ৬১ জনকে নিয়ে রাজ্য কমিটি তৈরি হয়।১৫ জনকে নিয়ে রাজ্য সম্পাদকমন্ডলী তৈরি হয়।এই সম্মেলন থেকে সম্পাদিকা হিসেবে নির্বাচিত হন সাবিনা ইয়াসমিন। সভাপতি  মধুজা সেনরায় এবং কোষাধক্ষ হিসেবে মধুছন্দা ঘোষ নির্বাচিত হন।

 

Comments :0

Login to leave a comment