Justice Rally Baharampur

বিচারের দাবিতে মিছিল বহরমপুরেও

জেলা

অভয়ার জন্য বিচার চেয়ে শুক্রবার সন্ধ্যায় মিছিল হলো বহরমপুরেও। ‘রাত দখলের মেয়েরা’, ‘আরজি কর আন্দোলনের সহযাত্রী’, ‘আমরা যারা রাজপথ ছাড়িনি’ সহ একাধিক সংগঠনের আহ্বানে মিছিলহয় বহরমপুরের টেক্সটাইল মোড় থেকে। শুরু হয়েছে মশাল মিছিল। মিছিল থেকে উঠছে বিচারের দাবি।
এদিন মেদিনীপুর শহরেও হয়েছে বিশাল মিছিল।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন