'Kalighat Chalo' Speakers

বিচার দেয় না, আগলায় অপরাধীদের, হটাতে হবে এদের: আহ্বান হাজরায়

রাজ্য কলকাতা

শনিবার হাজরায় গণজমায়েতে বক্তারা। ছবি ও ভিডিও প্রীতম ঘোষ

প্রতীম দে ও অরিজিৎ মণ্ডল
আনিস খান থেকে বরুণ বিশ্বাস খুন, অভয়া থেকে ছোট্ট তমন্নাকে হত্যায় বারবার বেপরোয়া রাজ্যের সরকার। অভয়া কাণ্ডে দেখা গিয়েছে রাজ্য-কেন্দ্র যোগসাজশ। 
সুস্থ স্বাভাবিক বাংলাকে ফিরিয়ে আনতে হবে। যেখানে সকলে কাজ করতে আসতেন, রাত করে নির্ভয়ে বাড়ি ফিরতেন। এই প্রশাসন বিচার দেবে না। প্রতিবাদের পথে হটাতে হবে এই শাসনকে।
শনিবার হাজরা মোড়ে ‘অভয়া মঞ্চ’-র ডাকে গণ জমায়েতে এমনই আহ্বান রাখছেন বক্তারা। অংশ নিয়েছেন শমীক বন্দোপাধ্যায়, বাদশা মৈত্র, মীরাতুন নাহার, পল্লব কীর্তনিয়া, শ্রীলেখা মিত্রও। বলেছেন তমন্নার মা-ও।
মীরাতুন নাহার বলেছেন, আমাদের আজ সচেতন হতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুবিধাহারা গরিব মানুষের ছেলে মেয়েদের ধরে ধরে খুন করছে। আনিস, বরুণ বিশ্বাসকে খুন করেছিল। এখন তমান্নাদের খুন করছে। অভয়াও ছিল নিম্নবিত্ত পরিবারের মেয়ে। সুবিধাভোগীদের জন্য তিনি সরকারি পদ বিতরণ করেছেন।
শমীক ব্যানার্জি বলেছেন, 
এক বছর ধরে যা দেখার মানুষ দেখেছে। রাষ্ট্র চিন্তায় কেবল একজনকে দোষী হিসাবে দেখানো হয়েছে আরজি করে চিকিৎসক হত্যায়। এটা কেউ বিশ্বাস করেন না। আমাদের প্রতিবাদ এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। এর বিরুদ্ধে, এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে হবে। এরা বিচার দেবে না, তাই এদের ওপর ভরসা রাখার প্রশ্ন নেই।
বাদশা মৈত্র বলেছেন: মেয়েদের বিয়ে দিয়ে দিতে হচ্ছে পড়াশোনায় ভালো হলেও। দিনকাল যা বাড়িতে রাখতে সাহস পাচ্ছেন না। বোঝার কিছু বাকি নেই। বাকি রয়েছে সিদ্ধান্ত নেওয়ার। মিটিং মিছিলে যারা আসি তাদের বোঝাতে হবে আরও দশজনকে যাঁরা আসেননি। লড়াই অসম। যাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি তাদের ক্ষমতা সম্পর্কে সচেতন হতে হবে। 
নেশা-মদের আড্ডার প্রতিবাদ করলে হামলা। ঔদ্ধত্য, স্বৈরতান্ত্রিক প্রবণতা বারবার দেখা যাচ্ছে। প্রতিবাদ করতে হলে শিরদাঁড়া সোজা রাখতে হবে। এদের নানা ছল। কখনও ধর্মের নামে, কখনও অর্থ দিয়ে ভাগ করা হচ্ছে। সামান্য অর্থে সিভিক ভলান্টিয়ার করে দলদাস করা হচ্ছে। অভয়া কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। 
অভয়াকে ধর্ষণ-হত্যায় এক বছর আগে অপরাধীদের বিরুদ্ধে গর্জে উঠেছিলাম। যারা অপরাধীদের আড়াল করছে, নানাভাবে, প্রমাণ লোপাট করছে, কেন্দ্র-রাজ্য বোঝাপড়া করে আড়াল করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জোরালো করতে হবে। 
শ্রীলেখা মিত্র বলেছেন, সাহস করে আমাদের প্রতিবাদে এগিয়ে আসতে হবে। এই সরকারকে টেনে হিঁচড়ে নামাতে হবে। এই কাজ আমাদের সবার। এই পুলিশ মন্ত্রীর কাছে বিচার চেয়ে কিছু হবে না। কেন একবছর হয়ে গেলেও কেন বিচার হলো না? 
এই রাজ্যে অপরাধীরা শাস্তি পায় না বলে অপরাধ বেড়ে চলেছে, এই অবস্থা পালটাতে হবে।

Comments :0

Login to leave a comment