Bihar

বিহারের উপ-মুখ্যমন্ত্রী সংশোধিত ভোটার তালিকায় দুই জায়গায় নাম, অভিযোগ তেজস্বীর

জাতীয়

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় কুমার সিনহার ভোটার তালিকা দুই জায়গায় নাম আছে বলে অভিযোগ করলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। এদিন সকালে সাংবাদিক সম্মেলন করে তথ্য দেখিয়ে আরজেডি নেতা বলেন, ‘‘উপ-মুখ্যমন্ত্রী যেই রাজ্যে দুটি বিধানসভার ভোটার তালিকায় নাম আছে। দুটি জায়গায় দুটি আলাদা আলাদা এপিক নম্বর।’’ তিনি বলেন দুই জায়গায় তার দুরকমের বয়স উল্লেখ করা আছে। নির্বাচন কমিশনকে আক্রমণ করে বিহারের বিরোধী দলনেতা বলেন, ‘হয় তার কাছে কমিশনের সাক্ষরিত নথি আছে যার জন্য তার দুই জায়গায় নাম আছে। না হলে এই গোটা এসআইআর পদ্ধতিটি মিথ্যা।’
কংগ্রেসের পক্ষ থেকে বিজেপিকে এই বিষয় নিশানা করা হয়েছে। দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে গত লোকসভা নির্বাচনে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দুই জায়গায় ভোট দিয়েছেন কি না।
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা বিশেষ সার্বকি সমীক্ষাকে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী ইন্ডিয়া মঞ্চ এই প্রক্রিয়ায় ভোটারদের নাম গণহারে বাদ দেওয়ার অভিযোগ তুলেছে। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
এই বিতর্কের মধ্যেই, নির্বাচন কমিশন আরজেডি নেতা তেজস্বী যাদবের কাছে একটি নকল ভোটার কার্ড রাখার ব্যাখ্যা চেয়েছে। তেজস্বী দাবি করেন যে এসআইআর প্রক্রিয়ায় তার নাম বাদ গিয়েছে। কিন্তু কমিশন দেখায় যে তার নাম রয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয় তেজস্বী যেই ভোটার কার্ড দেখাচ্ছেন তা তার নয়। এপিক নম্বর আলাদা। 
এদিন তেজস্বী যাদব দাবি করেন যে, উপমুখ্যমন্ত্রীর একটি এপিক নম্বর লাখিসরাই বিধানসভার জন্য (IAF3939337) এবং অন্যটি বাঁকিপুর বিধানসভার জন্য (AFS0853341)। তিনি বলেন, ‘‘জানুয়ারি মাসের তালিকায় বাঁকিপুরের কথা তার হলফনামায় উল্লেখ করা হয়েছিল। যখন বুথ লেভেল আধিকারিক লাখিসরাইয়ে গিয়েছিলেন, তখন তিনি সেখানে স্বাক্ষর করেছিলেন, এবং যখন বুথ লেভেল আধিকারিক বাঁকিপুরে গিয়েছিলেন, তখন তিনি সেখানেও স্বাক্ষর করেছিলেন। এই কারণেই দুটি ভিন্ন জায়গায় তার নাম আলাদা ভোটার তালিকায় এসেছে।’’
বিহারের বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন দুই জায়গায় নাম রাখার অভিযোগে কেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হবে না। 
ভোটার তালিকা বিতর্ক নিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদবের অভিযোগের পর পরই পাল্টা জবাব দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিয়ম মেনেই তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছেন।
তেজস্বী যাদবের অভিযোগের প্রেক্ষিতে একটি সাংবাদিক সম্মেলনে উপমুখ্যমন্ত্রী সিনহা বলেন, ‘‘আমার পরিবার আগে বাঁকিপুর বিধানসভা এলাকায় থাকত। আমি ভোটার তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য একটি ফর্ম পূরণ করেছিলাম এবং লাখিসরাইয়ের ভোটার তালিকায় আমার নাম যুক্ত করাই।’’ তিনি আরও বলেন, যখন তিনি দেখেন যে তার নাম দুটি তালিকাতেই আছে, তখন তিনি বাঁকিপুরের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য একটি ফর্ম পূরণ করেন।
তেজস্বী আরও অভিযোগ করেন যে, বিজেপি গণতন্ত্র ও সংবিধানকে শেষ করে দিচ্ছে। তিনি বলেন, ‘‘যেখানে বিজেপি নিজে এটা করতে পারছে না, সেখানে নির্বাচন কমিশনকে এই কাজে ব্যবহার করা হচ্ছে। ২০০৩ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্ত হওয়া ভোটাররা কি নকল? যদি তারা নকল হয়, তাহলে তাদের দ্বারা নির্বাচিত সরকারও নকল।’’

Comments :0

Login to leave a comment