Justice Rally Sodepur

সোদপুরে তিলোত্তমা মোড় থেকেও মিছিল বিচারের দাবিতে

জেলা

সোদপুরে বিচারের দাবিতে মিছিল।

বিচারের দাবিতে সোদপুর তিলোত্তমা মোড় থেকে হয়েছে মিছিল। এসএফআই, ডিওয়াইএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মী এবং নেতৃবৃন্দ যোগ দেন মিছিলে।
আরজি করে চিকিৎসক হত্যার আসল অপরাধীরা ধরা পড়েনি এখনও। তাদের রক্ষা করেছে তৃণমূল সরকারের পুলিশ। রক্ষা করেছে বিজেপি সরকারের সিবিআই-ও। রাস্তায় নেমেই আদায় করতে হবে বিচার। এই দাবি তুলেই হয়েছে মিছিল।
এদিন মিছিলের রাস্তায় বাস ঢুকিয়ে দেয় পুলিশ। ছাত্র-যুব কর্মীরা নিজেরাই যান নিয়ন্ত্রণে নামেন।  
গত বছর ৮ আগস্ট রাতে কর্মরত অবস্থায় আরজিকর মেডিক্যাল কলেজে ধর্ষিত হয়ে খুন হয়েছিলেন ডাক্তারি পড়ুয়া। জনআন্দোলন তাঁকে ‘অভয়া’ বা ‘তিলোত্তমা’ বলেছে। 
শুক্রবার সোদপুর তিলোত্তমা মোড় থেকে মিছিল করে এইচবি টাউন মোড়ে যান প্রতিবাদীরা। রাতভর অবস্থান-বিক্ষোভ হবে সেখানে। শনিবার, ৯ আগস্ট সন্ধ্যা পর্যন্ত চলবে অবস্থান। তারপর সোদপুর তিলোত্তমা মোড়ে মানববন্ধন করবেন। 
এই মিছিলে ছিলেন মহিলা নেত্রী যশোধরা বাগচী, আত্রেয়ী গুহ, সোমা দাস, ছাত্রনেতা দীপ্তজিৎ দাস, আকাশ কর, যুবনেতা দেবজ্যোতি চক্রবর্তী, সপ্তর্ষি দেব প্রমুখ। বক্তব্য রাখেন গণআন্দোলনের নেতা পলাশ দাস, ময়ূখ বিশ্বাসও।

Comments :0

Login to leave a comment