মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ডায়মন্ডহারবারের হটুগঞ্জ কানপুর মোড়ের কাছে ঘটে গেল এক মার্মান্তিক দুর্ঘটনা। মুখোমুখি ধাক্কা লাগল মিনিবাস ও অটোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের। ঘটনায় জখম হয়েছেন আরো পাঁচ জন। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে তাদের অব্স্থা আশঙ্কাজনক। সেই কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম প্রতাপ ময়রা(৩৭)। হটুগঞ্জ ডাক্তারের মোড়ের উত্তর বেরান্দলির বাসিন্দা। আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত যাত্রীরা হলেন, অনিমেষ মন্ডল, সৃজন মন্ডল, আবু সিদ্দিক শেখ বাপি হালদার। আরেকজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নিহত ও আহতরা সকলেই অটোর যাত্রী ছিলেন। বেশিরভাগই হটুগঞ্জের বেরান্দলি গ্রামের বাসিন্দা। জখম পাঁচ জনকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দু'জনের অবস্থা সংকটজনক হওয়ার তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকেলে ডায়মন্ডহারবার থেকে রায়দিঘি এই রুটের অটোয় চেপে বাড়ি ফিরছিলেন কয়েকজন যাত্রী। সেই সময় রায়দিঘি থেকে একটি মিনিবাস ডায়মন্ডহারবার আসছিল। হটুগঞ্জের কাছে কানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই অটোকে ধাক্কা মারে বাসটি। বাসের ধাক্কায় উলটে যায় অটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটো চালক ও এক যাত্রীর।
Comments :0