Ex Students Dharali

উত্তরাখণ্ডের ধসে নিখোঁজ ৩৫ বছর পর মিলিত ২৪ বন্ধু

জাতীয়

পঁয়ত্রিশ বছর পর চার ধাম যাত্রাকে কেন্দ্র করে একত্রিত হয়েছিলেন ২৪ বন্ধু। কিন্তু হড়পা বানের পর তাঁদের কারও খোঁজ নেই। মহারাষ্ট্রের পুনের কাছে একটি কলেজের প্রাক্তন এই ছাত্ররা এসেছিলেন মুম্বাই থেকে ট্রেনে। ফেরার পথে দিল্লি থেকে বিমান ধরার কথা ছিল। 
পুনে থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে আওয়াসারি খুর্দ গ্রামের এই বাসিন্দারা এখন দেশের বিভিন্ন শহরের বাসিন্দা। ১৯৯০-এ পাশ এই প্রাক্তন ছাত্ররা যোগাযোগ করে মিলটতে পেরেছিলেন ৩৫ বছর পর। ১ আগস্ট মুম্বাই থেকে ট্রেনে ওঠেন তাঁরা। ১২ আগস্ট ফেরার কথা।
উত্তরাখণ্ডে গঙ্গোত্রীর পথে ধরালি গ্রামে হড়পা বানের জেরে ভয়াবহ ধসে বিপর্যয় ভয়ঙ্কর। গ্রামের প্রায় অর্ধেক ঘরবাড়ি কাদাজলের নিচে। জল নামতে উদ্ধার কাজ চলছে গত দু’দিন ধরে। গঙ্গোত্রীর পথে এই গ্রামে বহু পর্যটকই আশ্রয় নেন। 
পর্যটকদের একজন অশোক ভোরের পুত্র আদিত্য জানিয়েছেন সোমবার সকাল ৭টা নাগাদ শেষ কথা হয় বাবার সঙ্গে। তখন তাঁরা গঙ্গোত্রী থেকে ১০ কিলোমিটার দূরে। রাস্তায় বেশ কিছু গাছ ভেঙে পড়ে, ধসও নামে। সে কারণে আটকে পড়লেও হড়পা বান তখনও নামেনি। 
সরকারি ভাবে পাঁচজনের দেহ উদ্ধারের তথ্য দেওয়া হয়েছে। তবে সেনা জওয়ান, কেরালার বেশ কয়েকজন পর্যটকেরও নিখোঁজ থাকার খবর এসেছে। উত্তরাখণ্ডের বিপর্যয়ক মোকাবিলা বিভাগের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন যে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে প্রাকৃতিক বিপর্যয়ের পর কাজ যথেষ্ট কঠিন। 
প্রশাসন জানিয়েছে কেবল মহারাষ্ট্রেরই শতাধিক পর্যটকের আটকে পড়ার খবর রয়েছে।

Comments :0

Login to leave a comment