কলকাতার এন্টলি থানা এলাকা থেকে বাংলাদেশি এক তরুনী ও ও নদিয়ার কল্যাণী থেকে বাংলাদেশি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছে পাসপোর্ট বা বৈধ কোন কাগজ উদ্ধার করতে পারেনি পুলিশ। অভিযুক্তরা কেন বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তা জানার চেষ্টয় তদন্ত শুরু করেছে কল্যানী থানা ও এন্টালি থানার পুলিশ।
শনিবার নদিয়ার কল্যাণী থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সোহাগ মীর(২৩) ও প্রণয় জয়ধর(১৮। কয়েক মাস আগে দু'জনে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করে। কাজের সন্ধানে ভারতে এসে কল্যাণী থানার অন্তর্গত মুরাতিপুরে সুধীর শীলের বাড়িতে ভাড়া থাকতেন ওই দুই বাংলাদেশি যুবক। শনিবার অনুকূল মোড় এলাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়। কল্যাণী থানার পুলিশ জানিয়েছে ধৃত দুই বাংলাদেশির কাছ থেকে কোনও কোনও পাসপোর্ট বা বৈধ কাগজপত্র তাঁরা উদ্ধার করা যায়নি। ধৃতদের রবিবার কল্যাণী আদালতে পেশ করা হয়।
শনিবার কলকাতা থেকে গ্রেপ্তার হন এক বাংলাদেশি তরুনী। এনআরএস হাসপাতালের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে এন্টালি থানার পুলিশ। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, রবিবার এনআরএস হাসপাতালের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই তরুনী। পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করা হয় তরুনীকে। জিজ্ঞাসাবাদে তিনি বৈধ কোন নথিপত্র দেখাতে পারেন নি। তাঁর কাছে ছিল না পাসপোর্ট, ভিসা। তারপরেই তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম বেবি বিশ্বাস(২০)। বাড়ি বাংলাদেশের বরিশালে। জানা গেছে দু'দিন আগেই সীমান্ত পেরিয়ে এখানে এসে শিয়ালদহের একটি হোটেলে সে উঠেছে। নির্দিষ্ট ধারায় দায়ের করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Bangladeshi Arrested
কলকাতা ও নদীয়া থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশি নাগরিক
×
Comments :0