GENERAL KNOWLEDGE / TAPAN KUMAR BAIRAGYA / The History of New Year’s Resolutions / NATUNPATA / 26 DECEMBER 2025 / 3rd YEAR

জানা অজানা / তপন কুমার বৈরাগ্য / বারো মাসের নামের রহস্য / নতুনপাতা / ২৬ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

GENERAL KNOWLEDGE  TAPAN KUMAR BAIRAGYA  The History of New Years Resolutions  NATUNPATA  26 DECEMBER 2025  3rd YEAR

জানা অজানা

নতুনপাতা

বারো মাসের নামের রহস্য
 

তপন কুমার বৈরাগ্য

২৬ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩
 

চাঁদ,সূর্য দেখে  সময় নির্ণয় প্রাচীনকাল থেকেই মিশর, গ্রিস,রোম,ভারতবর্ষে প্রচলিত ছিলো। মিশরীয়রা সূর্য দেখে বছর হিসাব করতেন। সৌরবছর নাম মিশরীয়দের দেওয়া।
সুমেরিয়রা প্রথমে বর্ষপঞ্জিকা আবিষ্কার করেছিলেন।সেখান থেকে গ্রিস, তারপরে রোমানদের হাতে বর্ষপঞ্জিকা যায়। রোমানরা তিনশো চারদিনে বছর এবং দশমাসে তারা একবছর পালন করতে
শুরু করেন।পয়লা মার্চ থেকে তারা নববর্ষ পালন করা শুরু করেন।১৫৩খ্রিস্টপূর্বে রোমানরা ১লা জানুয়ারিতে প্রথম নববর্ষ পালন করেছিলেন। তবে পয়লা জানুয়ারি  ঘটা করে নববর্ষ শুরু করেন 
সম্রাট জুলিয়াস সিজার।এটা ছিলো খ্রিস্টপূর্ব ৪৬অব্দ। এবার জানা যাক বারোটি মাসের নাম কিভাবে এলো। গড অফ ডোরস খ্যাত রোমান দেবতা ছিলেন জানুস।তার নামানুসারে রোমানরা জানুয়ারি 
মাসের নামকরণ করেন।রোমানদের তখন বসন্তকালে ফেব্রুয়া নামে এক বিরাট উৎসব হতো।সেই উৎসবের নামানুসারে ফেব্রুয়ারি মাসের নাম হয়। রোমানরা ছিল যুদ্ধপ্রিয় জাতি।তাদের যুদ্ধের 
দেবতা ছিল মার্স। তার নামানুসারে রোমানরা মার্চ মাসের নামকরণ করেন। রোমানদের শস্যরক্ষাকারী দেবী ছিলেন মেইয়্যা। এই মেইয়্যার নামানুসারে রোমানরা মে মাসের নাম দেন। রোমানরা বড্ড 
সৌন্দর্য প্রিয় মানুষ ছিলেন।তাদের সৌন্দর্যের দেবী ছিলেন আফ্রোদিতি।তার নামকে স্মরণ রাখার জন্য রোমানরা এপ্রিল মাসের নামকরণ করেন। রোমান দেবতা জুপিটারের স্ত্রী ছিলেন
জুনো। জুনো আবার ছিলেন বিবাহের দেবী।তার নামানুসারে রোমানরা জুন মাসের নামকরণ করেন। রোমের প্রাচীন ভাষা ছিল ল্যাটিন।ল্যাটিন শব্দ সেপ্টম মানে সাত। এই সেপ্টম থেকে
সেপ্টেম্বর মাস আসে। অক্টো শব্দের অর্থ অষ্টম। এই অক্টো থেকে আসে অক্টোবর মাস। ল্যাটিন শব্দ নভেমের অর্থ নয়।এই নভেম থেকে এসেছে নভেম্বর মাস। ল্যাটিন শব্দ ডিসেম থেকে এসেছে
ডিসেম্বর মাস। রোমান জেনারেল এবং রাষ্ট্রনায়ক ছিলেন জুলিয়াস সিজার।যিনি গল জয় করেছিলেন।খ্রিস্টপূর্ব ৪৬অব্দে তিনি দারুণ ঘটা করে ১লা জানুয়ারিতে নববর্ষ পালন
শুরু করেন বিভিন্ন উৎসব এবং আলোকসজ্জার মাধ্যমে। জুলিয়াস সিজারের নামানুসারে জুলাই মাসের নামকরণ হয়। জুলিয়াস সিজারের একমাত্র উত্তরাধিকারী ছিলেন
অগাস্টাস সিজার।তার নামানুসারে অগাস্ট মাসের নাম হয়। এই বারোটা মাসের নাম আমরা এইভাবে পেয়েছি। ১৫৮১খ্রিস্টাব্দ অবধি বছর ৩৬৫দিনের ছিলো।পোপ ত্রয়োদশ গ্রেগরি লিপইয়ার
যুক্ত করেন। প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাস ২৯দিন হয় এবং বছরটা ৩৬৬দিন হয়।

জানুয়ারি - রোমান দেবতা জানুস এর নামানুসারে।

ফেব্রুয়ারি - ল্যাটিন শব্দ ফেব্রুয়া থেকে নেয়া হয়েছে, যার অর্থ পবিত্র।

মার্চ - রোমানদের যুদ্ধ দেবতা মার্সের নামানুসারে।

এপ্রিল - ল্যাটিন শব্দ এপ্রিলিস নামানুসারে, যার অর্থ খোলা।

মে - বসন্তের দেবী মায়া’স নামানুসারে।

জুন - বিবাহ এবং নারী কল্যাণের দেবী জুনো’র নামানুসারে।

জুলাই - রোমান সম্রাট জুলিয়াস সিজার-এর নামানুসারে।

আগষ্ট - জুলিয়াস সিজারের পুত্র অগাস্টাস সিজারের নামানুসারে।

সেপ্টেম্বর - ল্যাটিন সপ্তম সংখ্যা সেপ্টেম এর নামানুসারে।

অক্টোবর - ল্যাটিন অষ্টম সংখ্যা অক্টো এর নামানুসারে।

নভেম্বর - ল্যাটিন নবম সংখ্যা নভেম এর নামানুসারে।

ডিসেম্বর - ল্যাটিন দশম সংখ্যা ডিসেম এর নামানুসারে। 

Comments :0

Login to leave a comment