Maldaha Councillor Murder

কাউন্সিলর হত্যায় ধৃতদের ৩জন বাসিন্দা মালদহেরই

জেলা

মালদহ ইংরেজবাজারের তৃণমূলের কাউন্সিলর হত্যায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে দু’জন বিহারের কাটিহারের বাসিন্দা। বাকি তিনজন মালদহেরই বাসিন্দা। 
নিহত কাউন্সিলর দুলাল সরকার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত। খুনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বার্তাও দিয়েছিলেন। গত বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে ঘটনার দায় জেলার এসপি’র ওপর চাপিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছিলেন তৃণমূলের এই কাউন্সিলরের নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল। অথচ তাঁর ওপর আগেও হামলা হয়েছে।
প্রশ্ন উঠেছে যে পুলিশের এসপি’র পক্ষে কী নিজের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীরর ঘনিষ্ঠ বলে পরিচিত ইংরেজবাজারের এই কাউন্সিলরের নিরাপত্তা সরিয়ে নেওয়া সম্ভব? তৃণমূলেরই কোনও শীর্ষ স্তর থেকে সম্মতি না থাকলে পুলিশ কী এই সিদ্ধান্ত নিতে পারে? 
পুলিশ জানিয়েছে কাটিহারের বাসিন্দা ধৃত দু’জনের নাম সামির আখতার এবং মহম্মদ আবদুল গনি। অন্য তিন- টিঙ্কু ঘোষ, অভিজিৎ ঘোষ এবং অমিত রজক মালদহেরই বাসিন্দা।
সেই সূত্রেই পুলিশের অনুমান, কাউন্সিলরের বাড়ির পাশে বসেই হত্যার ছক হয়েছিল। ধৃত অমিত রজকের বাড়িও নিহত কাউন্সিলর দুলাল সরকারের বাড়ির কাছেই। গত ২ জানুয়ারি দুলাল সরকার ওরফে বাবলা গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

Comments :0

Login to leave a comment