Road Accident

দশমীর সন্ধ্যায় ভয়াবহ পথদুর্ঘটনা ধূপগুড়িতে মৃত ৩

জেলা

বিজয়া দশমীর সন্ধ্যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন, এবং গুরুতর আহত হলেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরে।
​নিহতদের মধ্যে রয়েছেন সিপিআই(এম)-এর প্রাক্তন যুবনেতা ও বর্তমানে পার্টির সক্রিয় সদস্য, ৪৫ বছর বয়সী সন্তোষ রায়। এছাড়াও, মৃতদের তালিকায় রয়েছেন প্যান্ডেলের কাজ করা সিআইটিইউ কর্মী ৪০ বছর বয়সী দীনবন্ধু রায় এবং ৬৭ বছর বয়সী বেসরকারি সংস্থার কর্মী সুমিত কুমার বিশ্বাস।

নিহত সিপিআই(এম) সদস্য সন্তোষ রায়।

দুর্ঘটনায় মোট সাতজন আহত হয়েছিলেন। এদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গুরুতর আঘাতপ্রাপ্ত এই তিনজন হলেন— গৌতম দাস, গৌতম মন্ডল এবং শম্ভু রায়। এরা সকলেই ধূপগুড়ির বাসিন্দা।
​ঘাতক গাড়ি চালক পলাতক। পুলিশ গাড়িটি আটক করেছে।

Comments :0

Login to leave a comment