Fire In Maharashtra

মহারাষ্ট্রে অগ্নিকাণ্ডে মৃত দুই শিশু সহ সাত

জাতীয়

 

মহারাষ্ট্রে অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হল অন্তত সাত জনের। বুধবার রাত ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ক্যান্টনমেন্ট ক্যাম্প এলাকার একটি তিনতলা বাড়িতে৷ সেখানকার একটি টেলারিং শপে  আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবর পেতেই স্থানীয়রা দমকলে খবর দেন। ঘটনাস্থলে আসে দমকল। আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু তার আগেই ধোয়ায় দমবন্ধ হয়ে মারা যায় সাত জন। নিহতদের মধ্যে তিন জন মহিলা, দু’‌জন পুরুষ ও দু’‌জন শিশু রয়েছে। নিহতেরা সকালে এক পরিবারের সদস্য।

সম্ভাজি নগরের পুলিশ কমিশনার মনোজ লোহিয়া জানিয়েছেন, বুধবার ভোর ৩ টে নাগাদ আলম টেলার্স শপ নামে এক দোকানে আগুন লাগে। আগুন লাগার খবর দেন প্রতিবেশীরা। তাঁরাই খবর দেন দমকলে। দমকল কর্মীদের প্রচেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। উপরের তলা পর্যন্ত আগুন না পৌঁছলেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে ৷ দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment