Cuttack Violence

কটকে হিংসার ঘটনায় গ্রেপ্তার ৮

জাতীয়

কটকে হিংসার জন্য ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। নতুন কোনও সংঘর্ষের খবর মেলেনি। 
গত রবিবার সংঘর্ষের জেরে ৩৬ ঘন্টা কারফিউ জারি হয়ে রয়েছে ওড়িশার কটকে। আরএসএস-র শাখা বিশ্ব হিন্দু পরিষদের উসকানিকে সংঘর্ষের জন্য দায়ী করছে বিভিন্ন অংশ। 
গত শনিবার বিশ্ব হিন্দু পরিষদের মিছিল থেকে উসকানিমূলক গান বাজানো হতে থাকে। তার জেরে উত্তেজনা দেখা যায়। রাজ্যের বিজেপি সরকারের প্রশাসনিক নিষ্ক্রিয়তা ঘিরেও ছিল ক্ষোভ।
তার জেরে সোমবার কটকে ১২ ঘন্টা বন্‌ধের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ। 
বন্ধের সমর্থনে রবিবার মোটর সাইকেল মিছিল বের করে ফের উসকানি দেওয়া হতে থাকে বলে অভিযোগ। এর পর থেকে উত্তেজনা ছড়ায়। 
ভুবনেশ্বর এবং কটকের পুলিশ কমিশনার এস দেবদত্ত সিং সোমবার বলেছেন যে হিংসায় জড়িত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রবিবারের হিংসার জন্য আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। 
পুলিশ যদিও স্বীকার করেছে যে রবিবার স্পর্শকাতর বিভিন্ন এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের বাইক মিছিল যেতে চাইছিল। তাতে বাধা দেয় অন্য অংশ। পুলিশ তখন কাঁদানে গ্যাস ছোঁড়ে।
উল্লেখ্য, ওড়িশায় প্রথমবার রাজ্যের সরকারে আসীন হয়েছে বিজেপি। তারপর থেকে ধারাবাহিক ধর্মীয় মেরুকরণের প্রচার এবং উসকানি চলছে। 
রবিবারের ঘটনার জেরে কটকে চব্বিশ ঘন্টার জন্য ইন্টারনেট নিষিদ্ধ করেছে রাজ্য প্রশাসন।

Comments :0

Login to leave a comment