কেন্দ্রীয় মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটি ফের বৈঠকে বসছে বুধবার। গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর থেকে এটি দ্বিতীয় বৈঠক মন্ত্রীসভার এই কমিটির।
গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটির বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তার মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্তও ছিল।
পাকিস্তান পহেলগামের সন্ত্রাসবাদী হামলায় সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার অভিযোগকে অস্বীকার করেছে। পাকিস্তান প্রতিক্রিয়ায় জানায় যে সিন্ধুর জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হলে তাকে যুদ্ধ ঘোষণার শামিল’ মনে করবে পাকিস্তান। এর মধ্যে সিমলা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও কেন্দ্রীয় মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটির সদস্য। এই বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকও ডাকা রয়েছে।
মঙ্গলবার ভারতের সুরক্ষা বাহিনী জানিয়েছে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ফের সংঘর্ষবিরতি চুক্তি ভেঙেছে পাকিস্তান। সোমবার রাতেও নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি ছোঁড়া হয়েছে। এই নিয়ে, ২২ এপ্রিলের পর, পাঁচবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সোমবার রাতে গুলি ছোঁড়া হয়েছে জম্মুর আখনুর জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর। সুরক্ষা বাহিনীর অভিযোগ, সন্ত্রাসবাদীদের চলাচলের সুবিধা করে দিতে পাকিস্তানের সীমান্ত বাহিনী গুলি চালিয়ে থাকে ভারতের বাহিনীকে লক্ষ্য করে।
গত ২৩ এপ্রিল সুরক্ষা বিষয়ক কমিটির বৈঠকে থাকলেও ২৫ এপ্রিল সর্বদলীয় বৈঠকে থাকেননি মোদী। তিনি গিয়েছিলেন বিহারে, প্রচারে। সর্বদলীয় বৈঠকে অমিত শাহ স্বীকার কে নিয়েছিলেন যে অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামের বৈসরনে সুরক্ষাবাহিনীর কোনও জওয়ান না থাকা ব্যবস্থাপনার ত্রুটিকে চিহ্নিত করে। শাহ বলেছিলেন, সমস্যা রয়েছে বলেই আলোচনায় বসা হয়েছে।
সর্বদলীয় বৈঠকে সিপিআই(এম) পক্ষে সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন যে হামলার জন্য দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দেশের ভেতর ঐক্য বিনষ্টের প্রয়াস বন্ধ করতে হবে। এর আগে পুলোয়ওমায় জওয়ানদের ট্রাকে বিস্ফোরণের ভয়ঙ্কর ঘটনা মনে রয়েছে। কিন্তু ওই ঘটনার বিশদ তদন্ত করে কোনও রিপোর্ট কেন্দ্র পেশ করেনি। পহেলগামের এই হত্যাকাণ্ডে তা যেন ফের না হয়।
Pahalgam CCS
কাল ফের সুরক্ষা বিষয়ক কমিটির বৈঠক করছেন মোদী

×
Comments :0