সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে বিভিন্ন জেলায় প্রাথমিক বিদ্যালয় সংসদ অবৈধ। রায় পুনর্বিবেচনায় রিভিউ পিটিশন দাখিল করতে হবে রাজ্যকে।
শুক্রবার জলপাইগুড়ির জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতির কাছে এই দাবিতে স্মারকলিপি দিল প্রামিক শিক্ষক সংগঠন এবিপিটিএ।
১ সেপ্টেম্বর ২০২৫ সুপ্রিম কোর্ট এই রায় দেয়। ২০১৫ সাল থেকে অবৈধ ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে।
পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল।
এদিন এবিপিটিএ’র দাবি, দ্রুত নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগের মতো স্বশাসিত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কমিটি গঠনের দাবিও তোলেন শিক্ষকরা। এবিপিটিএ’র জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, রিভিউ পিটিশন দাখিল করার দাবিতে আন্দোলনের পথে নেমেছে সংগঠন। মামলায় যুক্ত হয়ে পিটিশন দাখিল করা হবে।
ABPTA Jalpaiguri
জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বৈধতা ফেরাতে রিভিউ পিটিশনের দাবি

×
Comments :0