AFC Challenge League

প্রতিকুলতাকে হার মানিয়ে আর্কাদাগকে হারাতে চায় ইস্টবেঙ্গল

খেলা

Arkadag FK vs Eastbengal FC AFC CHALLENGE LEAGUE

বুধবার এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে তুর্কমেনিস্তানে আর্কাদাগ এফকে এর বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। খেলা শুরু ভারতীয় সময় বিকেল ৪টেয়। হোম দল আর্কাদাগের অসহযোগিতাতে আরো মোটিভেটেড বা প্রেরিত হয়ে বুধবার নামবে লাল হলুদ। একমাত্র ইস্টবেঙ্গলই এএফসিতে ভারতকে প্রতিনিধিত্ব করছে । ফলে চাপে রয়েছে অস্কার ব্রিগেড। মাঠে বল গড়ানোর আগে থেকেই খেলোয়াড়দের যে মানসিকভাবে  চাপে ফেলার খেলা শুরু করেছিল আর্কাদাগ। তারই জবাব দিতে চান দিয়ামেনটেকোসরা। এ এফসিতে বেঙ্গালুরুর পর একমাত্র ভারতের সফল দল ইস্টবেঙ্গল। ২০১২ তে তারা সেমিফাইনালও খেলেছিল। তাই সেই রেকর্ড বজায় রাখতেই এই কঠিন কাজটি সম্পন্ন করতে চান অস্কার। আর্কাদাগে প্রচন্ড ঠান্ডায় নিজেদের মানিয়ে নিতে ৩দিন আগেই পৌঁছে গেছিল ইস্টবেঙ্গল দল। প্রস্তুতি শেষে এবার তাই অপেক্ষা লড়াই দেখবার। গোটা ভারতীয় ফুটবলের সম্মানের মশাল এখন ইস্টবেঙ্গলেরই হাতে।

Comments :0

Login to leave a comment