পাহাড়ে টানা ভারী বৃষ্টির জেরে জলঢাকা নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। এর ফলস্বরূপ নদী এবং জঙ্গল সংলগ্ন এলাকায় দেখা দিয়েছে এক উদ্বেগজনক পরিস্থিতি। রবিবার সকালে রামসাইয়ের কামারঘাট এলাকায় নদীর জলে আটকে পড়ে একপাল হাতি। বন্যার তোড়ে অনেক বন্যপ্রাণী জঙ্গল থেকে নদীতে ভেসে গিয়েছে বলেও দাবি স্থানীয়দের। অন্যদিকে, শুধুমাত্র হাতি নয়, জল বাড়ার কারণে বহু বন্যপ্রাণী লোকালয়ের দিকে চলে আসছে। রামসাইয়ের কালীবাড়ি এলাকাতেও একটি গন্ডার লোকালয়ে চলে আসে। এছাড়া, কাশিয়ার বাড়ি এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা একটি বাইসনের শাবক উদ্ধার করেছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বনকর্মীরা। তাঁরা বন্যপ্রাণীদের উদ্ধারের এবং লোকালয়ে যাতে কোনো বিপদ না ঘটে, সেই দিকে নজর রাখছেন। এই বিরল দৃশ্য দেখতে এলাকায় প্রচুর মানুষ ভিড় করেছেন।
Comments :0