Tufanganj

পাওনা টাকা চাওয়ায় মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা, পথ অবরোধ তুফানগঞ্জে

জেলা

পুলিশী নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পথ অবরোধ তুফানগঞ্জে। ছবি -অমিত কুমার দেব।

দোকানের পাওনা টাকা চাওয়ায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তুফানগঞ্জ মহকুমার নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্বীপর পাড় এলাকার এক বিধবা মহিলার গায়ে। তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানোর পরও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করছে না পুলিশ। নারী সুরক্ষা প্রশ্নের মুখে সংশ্লিষ্ট এই এলাকায়। পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সোচ্চার হবার পাশাপাশি অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার তুফানগঞ্জ নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের কালিবাজার সংলগ্ন দ্বীপর পাড় বটতলা এলাকায় বালাভূত-তুফানগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন মহিলার পরিজনদের পাশাপাশি প্রতিবেশীরা। এদিন বেলা ১০টা থেকে এই অবরোধে সামিল হন তারা। এই অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায়।
আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই মহিলার ভাইঝি দিপালী দেবনাথ সহ আন্দোলনরত অরিন্দম শীল শর্মা, সুকুমার শীল প্রমুখেরা জানান, ‘‘ ২০১৭ সালে মৃত্যু হয় এই দ্বীপর পাড় গ্রামের বাসিন্দা অসীমা দেবনাথের স্বামীর। নিজের দুই শিশু সন্তানকে নিয়ে চরম সঙ্কটে পড়েন তিনি। এরপর বাড়ির সামনেই একটি মুদি দোকান খুলে কোন রকমে সংসার প্রতিপালন করছিলেন তিনি। এই এলাকারই বাসিন্দা বিকাশ মজুমদার বিপুল অঙ্কের টাকা বাকি রেখে সংশ্লিষ্ট এই দোকান থেকে জিনিসপত্র নেন। দীর্ঘদিন তার কাছে পাওনা টাকা চাইলেও এই অসহায় বিধবা মহিলাকে এই টাকা দিচ্ছিলেন না তিনি। রবিবার রাত ৮ নাগাদ এই দোকানে একাই ছিলেন অসীমা দেবনাথ। পার্শ্ববর্তী এক বাড়িতে অনুষ্ঠান থাকায় এলাকার প্রায় সকলেই ব্যস্ত ছিলেন সংশ্লিষ্ট সেই বাড়িতে। এই সময় দোকানে আসেন বিকাশ মজুমদার। তিনি বাকিতে দোকান থেকে জিনিস চাইলে, দিতে অস্বীকার করেন অসীমা দেবী। আর এই সময় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন এই বিকাশ মজুমদার বলে অভিযোগ। অসীমা দেবীর চিৎকারে ছুটে আসেন পরিবারের অন্যান্যদের পাশাপাশি প্রতিবেশীরা। তারা দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে অসীমা দেবীর শরীর এবং তিনি মাটিতে পড়ে গিয়ে আর্তনাদ করছেন, তড়িঘড়ি আগুন নিভিয়ে দেওয়া হলেও তার শরীরের ৭০শতাংশ পুড়ে যায়। তড়িঘড়ি থাকে ভর্তি করা হয় কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে। এখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আন্দোলনকারীদের অভিযোগ, এই ঘটনার পরেই এই ঘটনার মূল অভিযুক্ত বিকাশ মজুমদারের বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এখনও পর্যন্ত এই অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের আরও অভিযোগ, আজ পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শনেই আসেননি পুলিশের কেউই। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েই এদিন এই আন্দোলনে সামিল হয়েছেন আন্দোলনকারীরা। পুলিশী আশ্বাস পাবার পর দেড় ঘন্টা পর এই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

Comments :0

Login to leave a comment