RSS Modi Baby

আরএসএস-র ডাকটিকিট প্রকাশ মোদীর, সংবিধানের অবমাননা, বললেন বেবি

জাতীয়

বিভাজনের মতাদর্শে একশো বছর বারবার বিভেদ ঘটিয়েছে জনতার মধ্যে। সেই আরএসএস-র শতবর্ষে ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। 
বুধবার দিল্লির আম্বেদকর সেন্টারে নরেন্দ্র মোদী প্রকাশ করেছেন ১০০ টাকার মুদ্রা। হিন্দু দেবীমূর্তি অনুকরণে ‘ভারতমাতা’-র ছবি দেওয়া মুদ্রা প্রকাশ এই প্রথম। 
মোদীর তীব্র সমালোচনা করেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। 
বেবি বলেছেন, নিজের পদের অপব্যবহার করছেন প্রধানমন্ত্রী। আরএসএস’র গৌরব প্রচার করে ডাকটিকিট প্রকাশ করে সংবিধানের অবমাননা করা হয়েছে। 
ফ্যাসিস্ট হিন্দু রাষ্ট্রের প্রবক্তা আরএসএস। স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের সহায়ক। ঠিক এখন মণিপুর থেকে লাদাখের অশান্তির জন্য দায়ী বিজেপি-র এই ভিত্তি সংগঠন। মোদী নিজেও প্রচারক থেকেছেন আরএসএস-র। 
মোদী ভাষণে বলেছেন আজকের ভারতে বিপদ অনুপ্রবেশ। বিপদ জন বিন্যাসের হতে থাকা পরিবর্তন। 
আরএসএস বিজেপি এই প্রচারে আক্রমণের লক্ষ্য বরাবরই করে সংখ্যালঘু মুসলিমদের। 
মোদী বলেছেন, আরএসএস ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয় দিয়েছে। নেতারা জেলে গেছেন। 
অথচ, উগ্র হিন্দুত্বাবাদী রাজনীতির প্রবক্তা সাভার কর নিজেই ব্রিটিশকে মুচলেকা দিয়ে জেল থেকে বেরিয়েছিলেন। 
মোদী বলেছেন আজকের ভারত দেশের স্বরকে বিশ্বে ধ্বনিত করছে। 
তিনি বলেছেন, অন্য দেশের ওপর নির্ভরশীলতা জনবিন্যাসের পরিবর্তনের বিপদ হাজির করছে। আমরা জাতীয় জন বিন্যাস মিশন ঘোষণা করেছি। আরএসএস তার নির্দিষ্ট লক্ষ্য নিয়েছে।
মোদীর দাবি, বহু সমালোচনা অপপ্রচার সত্ত্বেও এই সংগঠন অবিচলিত থেকেছে। প্রতিশোধের রাজনীতি নেয়নি। 
মোদী বলেন, জাতীয় সুরক্ষা, ঐক্যের বিপদ প্রদেশিকতা, জাত বিতর্ক, ভাষা। ভারতের সর্বদা বৈশিষ্ট বৈচিত্রের মধ্যে ঐক্য।
উল্লেখ্য, ঠিক এই ধারণার উল্টো সংঘের এক দেশ, এক ভাষা, এক ধর্ম চাপিয়ে দেওয়ার নীতিতে চলছে আরএসএস বিজেপি সরকার।
বেবি বলেছেন, আরএসএস যে বিভাজনের রাজনীতি একশ বছর ধরে চালিয়েছে তাকে মোছার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। চেষ্টা করছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন।

Comments :0

Login to leave a comment