বাংলাদেশ সচিবালয়ে আগুন নিভলেও কর্মচারী বা আধিকারিকদের ভিতরে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের এক কর্মী ট্রাক চাপা পড়ে মারা গিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গড়া হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার দপ্তর থেকে এ সম্পর্কে বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে কমিটি প্রয়োজনে আরও সদস্য যুক্ত করতে পারবে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব স্তরের আধিকারিক মহম্মদ খালেদ রহিমকে।
২৫ ডিসেম্বর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। বৃহস্পতিবারও সচিবালয়ের নিরাপত্তার কারণে সব ফটক বন্ধ রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মী মহম্মদ সোহানুর জামান নয়ন নামে এক যুবক। ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার সকাল পৌনে আটটা থেকেই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে আসা শুরু করেন। অফিস সময় সকাল ৯টা হলেও অগ্নিকাণ্ডের খবর শুনে অনেকেই নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন। তবে ফটক বন্ধ থাকায় কেউ ভেতরে ঢুকতে না পেরে বাইরে অপেক্ষা করছেন।
অর্থ মন্ত্রকের প্রশাসনিক আধিকারিক সৈয়দ সাইফুর রহমান জানান যে তিনি সকাল আটটার দিকে সচিবালয়ে এসে পৌঁছান। কিন্তু ফটক বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। স্বাস্থ্য মন্ত্রক, কৃষি মন্ত্রক, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রকের মতো বিভিন্ন মন্ত্রকের আধিকারিক-কর্মচারীদের সচিবালয়ের সামনে দেখা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, সবকিছু পরিষ্কার করার আগ পর্যন্ত ভেতরে কাউকে ঢুকতে হবে না। কর্মকর্তারা প্রশ্ন তুলে বলছেন সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কীভাবে আগুন লাগল। কেউ কেউ অগ্নিকাণ্ডকে নাশকতা বলে উল্লেখ করছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, বুধবার, ২৫ ডিসেম্বর, রাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পায় দমকল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় একের পর এক ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে কাজ করার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘ভবনের ছয়তলায় আগুনের সূত্রপাত ঘটে। যা পরে সাত ও আটতলায় আগুন ছড়িয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। পরিদর্শন শেষে এ বিষয়ে ধারণা করা যাবে।’’
সচিবালয়ের ৭ নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের অফিস রয়েছে।
Bangladesh Fire
সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৭ সদস্যের তদন্ত কমিটি বাংলাদেশে

×
Comments :0