চুপ না থাকলে ইডি-কে দিয়ে হেনস্থা করাবার হুমকি দিয়ে বিতর্কের মুখে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশনে এমন হুমকি দিয়ে বিরোধীদের তোপের মুখে মীনাক্ষী লেখি।
‘‘...এক মিনিট, এক মিনিট! চুপ থাকুন, নইলে ইডি আপনার বাড়িতে আসতে পারে,’’ মন্তব্য করেন তিনি যখন তার বক্তব্য দেওয়ার সময় বিরোধী সাংসদ বাধা দেন। দিল্লি পরিষেবা বিল নিয়ে আলোচনা চলাকালীন লোকসভায় এই ঘটনা ঘটে।
মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছে বিরোধীরা।
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) মুখপাত্র ক্লাইড ক্র্যাস্টো বলেছেন যে লেখির মন্তব্য সরকার কেন্দ্রীয় সংস্থাগুলির "অপব্যবহার" করার বিরোধীদের যে অভিযোগ, তা "প্রমাণ" করেছে।
লোকসভায় এই মুহূর্তের বিতর্কে মীনাক্ষী লেখির দেওয়া এই প্রচ্ছন্ন হুমকি প্রমাণ করে 'কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার...'" সম্পর্কে তিনি একটি টুইট করেন।
ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি প্রশ্ন করেছেন যে লোকসভায় লেখির মন্তব্য একটি "সতর্কতা" নাকি "হুমকি"।
Comments :0