শুক্রবার সকালে আসামে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে, যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার দলীয় সহকর্মীদের সাথে বিশ্বের বৃহত্তম জনবহুল দ্বীপ মাজুলির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। জোরহাট জেলার নিমাতিঘাট থেকে বেশ কয়েকটি নৌকা তাঁদের মাজুলি জেলার আফালামুখ ঘাটে নিয়ে যায়, বিশেষ ফেরি দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হন তারা।
রাহুলের সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, রাজ্য সভাপতি ভূপেন কুমার বরাহ এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। আফলামুখ ঘাটে পৌঁছানোর পর রাহুল কমলাবাড়ি চারিয়ালি যাবেন এবং সেখানে বিশিষ্ট বৈষ্ণব স্থান ঊনিয়াতি সত্র পরিদর্শন করবেন।
গারমুর হয়ে যাত্রাটি জেংরাইমুখের রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে সকালের বিরতি নেবে। রমেশ এবং দলের সাংসদ গৌরব গগৈয়ের সেখানে একটি সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে।
Bharat Jodo Nyay Yatra
আসামে শুরু হল ভারত জোড়ো ন্যায় যাত্রা
×
Comments :0