কেন্দ্রীয় সরকারের সমস্ত সরকারি ইমেল পরিষেবা পরিচালনা এবং দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থার হাতে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যসভার অধ্যক্ষ সিপি রাধাকৃষ্ণণকে চিঠি লিখেছেন সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস।
চিঠিতে ব্রিটাস উল্লেখ করেছেন, "স্বাধীনতা, গোপনীয়তা এবং প্রয়োজনীয় নিরপেক্ষতা থাকবে কী না তা বিষয়ে সন্দেহ দেখা দিচ্ছে। প্রায় ৫০ লক্ষ সরকারি ইমেল এই বেসরকারি সংস্থা পরিচালনা করবে।"
ব্রিটাস প্রশ্ন তুলেছেন যে যখন সাইবার নিরাপত্তা এবং তথ্য চুরি আটকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহইলে কেন সাংসদ ও সরকারি ইমেল বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর করা হচ্ছে। ব্রিটাস বলেন, "সরকারি ইমেল পরিচালনের দায়িত্ব বেসকারি কাউকে দেওয়া হলে গোপনীয়তা প্রশ্ন থেকে যাবে।" তিনি সরকারি ইমেল নীতি-২০২৪ উদ্ধৃত করে বলেন যে সরকারি ক্ষেত্রে যোগাযোগের প্রাথমিক মাধ্যমই হল ইমেল।
john brittas
সরকারি ইমেল পরিষেবা পরিচালনা করবে বেসরকারি সংস্থা, উদ্বেগ প্রকাশ করে অধ্যক্ষকে চিঠি ব্রিটাসের

×
Comments :0